২১ এপ্রিল, ২০১৮ ১৯:০২

সিনেট প্যানেলে প্রত্যাখ্যাত হতে পারেন ট্রাম্প মনোনিত পম্পেও

অনলাইন ডেস্ক

সিনেট প্যানেলে প্রত্যাখ্যাত হতে পারেন ট্রাম্প মনোনিত পম্পেও

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মাইক পম্পেওকে মনোনিত করেছেন। কিন্তু তার এই মনোনয়ন প্রত্যাখ্যান করতে পারে সিনেট প্যানেল। প্যানেলটির সকল ডেমোক্র্যাট সদস্য এই মনোনয়নের বিরোধিতা করছেন। তারপরও তিনি আগামী সপ্তাহে চূড়ান্ত মনোনয়নে বিজয়ী হতে পারেন। সিনেটর ক্রিস কুনস শুক্রবার সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে মাইক সম্পর্কে তার রায় দেবেন।

এই প্যানেলে ১১ রিপাবলিকান ও ১০ ডেমোক্র্যাট রয়েছে। খবর এএফপি’র।

রিপাবলিকান দলের র‌্যান্ড পল মাইকের বিরুদ্ধে রায় দিয়েছেন। এখন মাইকের বিপক্ষেই সিনেটের রায় যাবে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাইসের পূর্ণ সমর্থন থাকার পরও কারো বিপক্ষে সিনেটের রায় যাওয়ার ঘটনা খুবই ব্যতিক্রম। 

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর