২২ এপ্রিল, ২০১৮ ১০:১৩

বারবারা বুশকে শেষ শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

বারবারা বুশকে শেষ শ্রদ্ধা

'তিনি ছিলেন আমাদের মহান শিক্ষক ও রোল মডেল। তিনি শিখিয়েছিলেন কীভাবে অর্থপূর্ণ জীবন নিয়ে বাঁচতে হয়।' বারবারা বুশকে  টেক্সাসের হিউস্টন গির্জায় শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে তার চার সন্তানের অন্যতম জেব বুশ এসব কথা বলেন। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

                বারবারা বুশের শেষকৃত্য অনুষ্ঠানে স্বামী জর্জ এইচ ডাব্লিউ বুশ

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি বারবারা বুশকে শনিবার টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটির জর্জ এইচ ডাব্লিউ বুশ লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের পাশে সমাধিস্থ করা হয়। এর আগে তার মরদেহ হিউস্টন গির্জায় রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য।দেশটির গভর্নর, সিনেটর, সাবেক প্রেসিডেন্ট, ফার্স্ট লেডিসহ প্রায় দেড় হাজার মানুষ তাতে উপস্থিত ছিলেন। 

গত মঙ্গলবার ৯২ বছরে মৃত্যুবরণ করেন বারবারা বুশ। তার স্বামী জর্জ এইচ ডাব্লিউ বুশ এবং ছেলে জর্জ ডাব্লিউ বুশ দু'জনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
 
বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর