শিরোনাম
২২ এপ্রিল, ২০১৮ ২১:৫৭

ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় গুলি, সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় গুলি, সাংবাদিকের মৃত্যু

নিকারাগুয়ায় সরকার বিরোধী বিক্ষোভ ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় মাথায় গুলি লেগে এক সাংবাদিক নিহত হয়েছেন। মৃত সাংবাদিক অ্যাঞ্জেল গাহোনা শনিবার রাতে ব্লুফিল্ড শহর থেকে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। তখনই তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শহরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এটিএম কিয়স্কের অবস্থা বর্ণনা করছিলেন গাহোনা। সাথে মোবাইল ক্যামেরায় সেই ছবি তুলছিলেন এক ভিডিও সাংবাদিক। স্থানীয় এল নুয়েভো দিয়ারিও সংবাদপত্রে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল সেই ছবি। তখনই পিছন থেকে গুলি এসে লাগে গাহোনার মাথায়। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। কে বা কারা গুলি চালাল তা অবশ্য এখনো খুঁজে বার করতে পারেনি সেদেশের প্রশাসন। 

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পুলিশ বা বিক্ষোভকারী, কোন এক পক্ষ গুলি চালিয়ে থাকতে পারে। মানবাধিকার সংগঠনের পক্ষে জানানো হয়েছে, শনিবারের বিক্ষোভে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের।

বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর