২৩ এপ্রিল, ২০১৮ ১০:২৪

প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

অনলাইন ডেস্ক

প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

প্যারাগুয়ের রক্ষণশীল দল কোলোরাডোর প্রার্থী মারিও আবদো বেনিতেজ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র সাড়ে ৩ শতাংশ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। খবর এএফপি’র।

নতুন প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ ল্যাটিন আমেরিকার অন্যতম গরিব দেশ প্যারাগুয়ের প্রয়াত স্বৈরশাসকের এক সিনিয়র সহকারির ছেলে। তিনি যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন।

নির্বাচনে মারিও আবদো বেনিতেজ ৪৬.৪৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফরেইন আলেগ্রি পেয়েছেন ৪২.৭২ শতাংশ ভোট। 

প্রধান নির্বাচন কর্মকর্তা জাইম বেস্টার্ড বলেন, মারিও আবদো বেনিতেজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৯৬ শতাংশ ভোট গণনার পর তিনি এ ঘোষণা দেন।
 
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর