২৩ এপ্রিল, ২০১৮ ১১:০৩

'সৌদি-যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে পাকিস্তান নিজের ক্ষতি করে'

অনলাইন ডেস্ক

'সৌদি-যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে পাকিস্তান নিজের ক্ষতি করে'

হিনা রব্বানি খার

বিশ্বের কিছু দেশ পাকিস্তানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে দেশটির অপূরণীয় ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কথা সরাসরি উল্লেখ করেন।

রবিবার এক সাক্ষাৎকারে হিনা দাবি করেন, সব দেশ নিজের ভৌগোলিক অবস্থানকে জাতীয় স্বার্থরক্ষার কাজে ব্যবহার করলেও ইসলামাবাদ সবসময় ওয়াশিংটন ও রিয়াদের স্বার্থরক্ষার কাজে এ অবস্থানকে ব্যবহার করেছে।

তার মতে, বিশ্বের প্রতিটি দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা প্রণয়ন করে; কিন্তু পাকিস্তান অনেক সময় আমেরিকা ও সৌদি আরবের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মারাত্মক ক্ষতি করে বসে। পাকিস্তানের আফগানিস্তান নীতির তীব্র সমালোচনা করে হিনা এ কথা বলেন।

প্রসঙ্গত, বর্তমানে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কথিত সামরিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান সরকার। আর এরই মধ্যে এ মন্তব্য করলেন হিনা রব্বানি খার।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর