Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০১৮ ১৩:২৬ অনলাইন ভার্সন
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮ ১৪:০৭
উত্তর কোরিয়ায় বাস দুর্ঘটনায় ৩০ চীনা পর্যটকের মৃত্যুর আশঙ্কা
অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ায় বাস দুর্ঘটনায় ৩০ চীনা পর্যটকের মৃত্যুর আশঙ্কা
সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রবিবার রাতে দেশটির হোয়ংহায়ে প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএফপি আরও জানিয়েছে, সিজিটিএন শুরুতে এক টুইটবার্তায় নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে উল্লেখ করেছিল। পরে ওই টুইটটি মুছে ফেলা হয়েছে।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow