Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০১৮ ১৮:৪৭ অনলাইন ভার্সন
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮ ১৯:৪৬
উত্তর কোরিয়ামুখী লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করল দক্ষিণ কোরিয়া
অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ামুখী লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করল দক্ষিণ কোরিয়া

এবার শান্তি পদক্ষেপের পথে এক ধাপ হাঁটল দক্ষিণ কোরিয়া। এতদিন সীমান্তজুড়ে উত্তর কোরিয়ার দিকে মুখ করা বহু লাউডস্পিকার বসিয়ে উত্তর কোরিয়ার সমালোচনা সম্প্রচার করত দক্ষিণ কোরিয়া। সেই সম্প্রচার বন্ধ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে সিউল।

উত্তর কোরিয়ার সীমান্তে মোতায়েন সেনা ও সীমান্ত এলাকার বাসিন্দারা ওই সম্প্রচার শুনতে পেতো। 

অন্যদিকে, সীমান্তের ওপারে উত্তর কোরিয়ার দিকেও লাউডস্পিকার বসানো ছিল। সেগুলোতে দক্ষিণ কোরিয়া ও তার বন্ধু রাষ্ট্রদের সমালোচনা করে প্রতিবেদন সম্প্রচার করতো উত্তর কোরিয়া।

চলতি সপ্তাহে হতে চলা শীর্ষ পর্যায়ের বৈঠককে সামনে রেখে সিউল এই পদক্ষেপ নিয়েছে।

রয়টার্স জানিয়েছে, আগামী শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই কোরিয়ার নেতাদের প্রথম বৈঠক হতে যাচ্ছে এটি।

গত সপ্তাহের প্রথমদিকে পারমাণবিক পরীক্ষা স্থগিত ও পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কার্যকলাপ বন্ধের ঘোষণা করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক এক আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার মধ্যেই উত্তর কোরিয়া এই ঘোষণা করে যা রাজনৈতিক বিশেষজ্ঞদের বিস্মিত করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সাথে বৈঠকের পর কিমের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে দুই দেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে এই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৫ সালে দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) উত্তর কোরিয়ার পেতে রাখা মাইনে দক্ষিণ কোরিয়ার দুই সেনা জওয়ান গুরুতর আহত হলে সম্প্রচার ফের শুরু করে দক্ষিণ কোরিয়া।

পরে একই বছর আবার সম্প্রচার বন্ধ করা হয়, তবে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রতিক্রিয়ায় ২০১৬ সালে পুনরায় সম্প্রচার শুরু করা হয়। দক্ষিণের লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করা হলেও উত্তর কোরিয়ারগুলো বন্ধ করা হয়েছে কি না তা জানা যায়নি।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow