২৪ এপ্রিল, ২০১৮ ০৯:০৫

পাকিস্তান-চীনকে চাপে রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

পাকিস্তান-চীনকে চাপে রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ভারত

আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের সামরিক বাহিনীতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। অত্যাধুনিকসব ড্রোন ব্যবহার করা হচ্ছে। তারই জের ধরে এবার ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (সিআইএসএফ)। মূলত মূলত বিদেশি ড্রোন চিহ্নিতকরণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, সম্প্রতি ভারতের গোপালপুর, ওডিশাতে ছয় দিনের ট্রেনিং চলে। এ ব্যাপারে এক সিআইএসএফ কর্মকর্তা জানান, শুধুমাত্র ড্রোন চিহ্নিতকরণই নয়, কিভাবে সেগুলো নিষ্ক্রিয় করা যায় সেই ট্রেনিংও দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধরণের ড্রোনও প্রদর্শিত হয়। সেই সঙ্গে কিভাবে এই ড্রোনগুলোকে ফাঁদে ফেলা যায়, সেই প্রযুক্তি নিয়েও কাজ চলছে।

উল্লেখ্য, পাকিস্তান-চীন সম্পর্ক ক্রমশই ঘনিষ্ঠ হয়ে উঠছে। প্রযুক্তি ক্ষেত্রে শক্তি বাড়াচ্ছে বেইজিং। নিজে নয়, পাকিস্তানকে নানাভাবে সামরিক ক্ষেত্রে সাহায্য করছে চীন। তাই এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ভারত।

বিডি প্রতিদিন/২৪এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর