২৪ এপ্রিল, ২০১৮ ১১:২৭

সেই ‘নগ্ন বন্দুকধারী’ গ্রেফতার

অনলাইন ডেস্ক

সেই ‘নগ্ন বন্দুকধারী’ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের অ্যান্টিয়কের ওয়াফল হাউস রেস্টুরেন্টে হামলা চালিয়ে চারজনকে হত্যাকারী নগ্ন বন্দুকধারী ট্রাভিস রেইনকিংকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার স্থানীয় সময় খুব ভোরে ন্যাশভিলে ওই হামলায় চারজন নিহত হন। আহত হন আরো চারজন।

সোমবার রেস্টুরেন্ট থেকে দুই মাইল দূরে একটি জঙ্গল থেকে রেইনকিংকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে স্নাইফার কুকুর ও হেলিকপ্টার ব্যবহার করা হয়।

হামলার পর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পালিয়ে যান রেইনকিং। পালিয়ে প্রথমে তার অ্যাপার্মেন্টে যান এবং সেখান থেকে প্যান্ট পরে পার্শ্ববর্তী একটি জঙ্গলের ভেতরে আত্মগোপন করেন।

গ্রেফতারের সময় রেইনকিংকে পোশাক-পরিচ্ছদে বেশ নোংরা দেখাচ্ছিল। তার পরনে ছিল ছেঁড়া লাল রঙের শার্ট ও ময়লা নীল রঙের জিন্স প্যান্ট। গ্রেফতারকালে রেইনকিংয়ের কাছ থাকা ব্যাগ থেকে একটি পিস্তল ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

পুলিশ রেকর্ড অনুসারে, রেইনকিংয়ের আচার-আচরণ অস্বাভাবিক।

এর আগে ২০১৭ সালের সালের জুলাইয়ে হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে গ্রেফতারও করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর