২৫ এপ্রিল, ২০১৮ ১৩:৫৬

দক্ষিণ আমেরিকা থেকে আসা ১.৩ মেট্রিক টন কোকেন চীনে জব্দ

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকা থেকে আসা ১.৩ মেট্রিক টন কোকেন চীনে জব্দ

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকা থেকে আসা ১.৩ মেট্রিক টন কোকেন জব্দ করেছে চীনা পুলিশ। দেশটিতে এ যাবৎ কালের মধ্যে জব্দ করা মাদকের এটি ছিল সবচেয়ে বড় চালান। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

গুয়াংদং প্রদেশের জন নিরাপত্তা বিভাগ জানায়, দক্ষিণাঞ্চলীয় শেনঝেন নগরীর পুলিশ ১০ সন্দেহভাজনকে আটক করেছে। এদের অধিকাংশই হংকং থেকে আসা।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, জব্দ করা এ কোকেনের মূল্য প্রায় ১৬ কোটি ডলার। দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশ থেকে এ মাদক চীনে আসে।

মঙ্গলবার দেয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এসব কোকেনের গন্তব্যস্থল চীনা বাজার না অন্য কোনো দেশ ছিল তা জানা যায়নি। তবে অন্যান্য মাদকের তুলনায় চীনে খুব কম কোকেন ব্যবহার করা হয়।

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর