২৫ এপ্রিল, ২০১৮ ১৪:২৪

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ৩৭ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ৩৭ মাওবাদী নিহত

সংগৃহীত ছবি

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতের মহারাষ্ট্র রাজ্যে অন্তত ৩৭ মাওবাদী বিদ্রোহীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন নারীও রয়েছেন।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী গাদচিরোলি জেলার গভীর বনে একটি নদীর পাড়ে একদল মাওবাদী বিদ্রোহী পুলিশ কমান্ডোদের চোরাগোপ্তা আক্রমণের মুখে পড়ে। ওই দিন দুপক্ষের মধ্যে প্রায় চার ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের হামলায় প্রাথমিকভাবে নারী ও পুরুষ মিলিয়ে ১৬ মাওবাদী বিদ্রোহী নিহত হন।এরপর মাওবাদী বিদ্রোহী নদী ধরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হামলার মুখে পড়ে। এতে অজ্ঞাত সংখ্যক মাওবাদী গুলিবিদ্ধ হয়। ঘটনার পরদিন থেকে ইন্দ্রাবতী নদীতে নিহত আরও বিদ্রোহীর লাশ ভেসে উঠতে শুরু করে। মঙ্গলবার সকালেও পুলিশ নদীতে ভেসে ওঠা লাশ উদ্ধার করছিল।

এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় পুলিশ একই জেলায় আরও ছয় মাওবাদী বিদ্রোহীকে হত্যা করে। নিহতদের মধ্যে চার নারী বিদ্রোহী রয়েছেন।

মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালক সতীশ মাথুর জানিয়েছেন, নিহতের মোট সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে, কিন্তু তা আরো বাড়তে পারে।

গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নয় পুলিশ নিহত হয়েছিল। সে ঘটনার পর পুলিশের বড়সড় অভিযান এটি।

বিডি-প্রতিদিন/ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর