২৬ এপ্রিল, ২০১৮ ১৮:২৮

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে সংসদে অযোগ্য ঘোষণা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে সংসদে অযোগ্য ঘোষণা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে সংসদে অযোগ্য ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তার নামে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট (যা ইকামা নামে পরিচিত) থাকায় বৃহস্পতিবার হাইকোর্ট এই রায় ঘোষণা করেন।

আদালতের এ রায়ের ব্যাপারে তাৎক্ষণিকভাবে খাজা আসিফের মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির টেলিভিশন চ্যানেল জিও টিভি বলছে, পাক এই পররাষ্ট্রমন্ত্রী আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের পরিকল্পনা করছেন। অন্যদিকে, তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কি না সেটিও এখনো পরিষ্কার নয়।

উল্লেখ্য, গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সহযোগী খাজা আসিফ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর