২৬ এপ্রিল, ২০১৮ ২০:৩৮

রাশিয়ার থেকে ৪০টি সুখোই সুপার জেট কিনছে ইরান

অনলাইন ডেস্ক

রাশিয়ার থেকে ৪০টি সুখোই সুপার জেট কিনছে ইরান

ফাইল ছবি

কয়েক বছর ধরেই রাশিয়া থেকে সুপারজেট কেনার বিষয়ে পরিকল্পনা করছিল ইরান। আর তারই জের ধরে ৪০টি সুখোই সুপার জেট-১০০ যাত্রীবাহী বিমান কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি সই করেছে ইরানের দু'টি এয়ারলাইন্স কোম্পানি।

জানা গেছে, ইরানের অসেমান এয়ারলাইন্স ও ইরান এয়ার ট্যুর কোম্পানি চলতি বছর তুরস্কের আনাতোলিয়া শহরে অনুষ্ঠিত বিমান প্রদর্শনীর সময় এ চুক্তি সই করে। অসেমান এয়ারলাইন্স আরআরজে-৯৫আর শ্রেণির সুখোই সুপারজেটের অত্যাধুনিক মডেলের বিমান কিনেছে। আর ইরান এয়ার ট্যুর যে বিমান কিনেছে তার মূল্য পড়বে মোট ১০০ কোটি ডলার।

এ ব্যাপারে ইরান এয়ার ট্যুরের জনসংযোগ বিভাগের প্রধান মারজিয়া জাফারজাদেহ জানান, আগামী এক বছরের মধ্যে রাশিয়া বিমান সরবরাহের কাজ শুরু করবে। প্রতিটি বিমানে ১০০টি আসন থাকবে।

অসেমান এয়ারলাইন্সের আমন্ত্রণে ২০১৬ সালে সুখোই সুপারজেটের একটি বিমান ইরানের রাজধানী তেহরান এসেছিল।

সূত্র : ইরনা 

বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর