২৭ এপ্রিল, ২০১৮ ০৫:২৩

সংবাদমাধ্যমকে ক্ষমা চাওয়ার দাবি ইমরান খানের দলের

অনলাইন ডেস্ক

সংবাদমাধ্যমকে ক্ষমা চাওয়ার দাবি ইমরান খানের দলের

ফাইল ছবি

ইমরানের খানের বিবাহবিচ্ছেদের যাবতীয় জল্পনা উড়িয়ে দিল তার দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। সম্প্রতি পিটিআই এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বুশরা মানেকার সঙ্গে ইমরান খানের বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা। 

ইমরানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত খবরটি প্রথম প্রকাশিত হয়েছিল ‘রোজনামা উম্মত’ নামে একটি উর্দু দৈনিকে। মুহূর্তে তা দাবানলের মতো ছেয়ে যায় বিভিন্ন সংবাদপত্র এবং ওয়েবসাইটে। অনেকে ইমরানকে নানান পরামর্শ দিতেও শুরু করেন। ভুল খবর ছড়ানোর জন্য এদিন পিটিআই সেই উর্দু দৈনিককে তীব্র ভর্ৎসনা করে দৈনিকের সম্পাদকের কাছে লিখিত ক্ষমাপ্রার্থনার দাবি করেছে। 

এ ধরনের ভুল খবর দল বা ইমরান খানের কাছে যাচাই না করেই তা সর্বত্র ছাপার জন্য  অন্যান্য সংবাদমাধ্যম এবং ওয়েবসাইটগুলিকেও সমালোচনা করে পিটিআই বলেছে, উদ্দেশ্য সিদ্ধির জন্য সাংবাদিকতার দায়িত্ব ভুলে গিয়েছে তারা। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর