২৭ এপ্রিল, ২০১৮ ১৩:০৬

‘নতুন ইতিহাস’ শুরু : কিম

অনলাইন ডেস্ক

‘নতুন ইতিহাস’ শুরু : কিম

সংগৃহীত ছবি

আন্তঃকোরীয় ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে উল্লেখ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সাথে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার তিনি এ কথা বলেন। খবর এএফপি’র।

আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করে কিম বলেন, ডিমিলিটারাইজড জোনে তার মিনন্ত্রণকর্তা মুন জায়ে-ইনকে বলেছেন- ‘আন্তঃকোরীয় ইতিহাসে নতুন যুগের সূচনার ইঙ্গিতের বার্তা দেয়ার সিদ্ধান্ত নিয়ে আমি এখানে এসেছি।’

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই কোরিয়ার শীর্ষ নেতারা এই প্রথম বৈঠকে বসলেন। দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চল পানমুনজমে দুই নেতাকে হাস্যোজ্জ্বল মুখে পরস্পরের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে।

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর