২০ মে, ২০১৮ ১১:১৩

নো ম্যান্স ল্যান্ডেও রোহিঙ্গাদের রাখতে চায় না মিয়ানমার

অনলাইন ডেস্ক

নো ম্যান্স ল্যান্ডেও রোহিঙ্গাদের রাখতে চায় না মিয়ানমার

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শনিবার বাংলাদেশের বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গাদের ওই এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে।

রোহিঙ্গাদের নেতা দীন মোহাম্মন জানান, নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সংখ্যা সাড়ে চার হাজারের কাছাকাছি। বর্ডার গার্ড পুলিশ লাউড স্পিকারে রোহিঙ্গাদের নো ম্যান্স ল্যান্ড ছেড়ে বাংলাদেশে প্রবেশের নির্দেশ দিচ্ছে।

২০১৭ সালের আগস্টে নতুন করে সহিংসতা শুরুর পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে প্রায় ৭ লাখ রোহিঙ্গা যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিডি প্রতিদিন/২০ মে, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর