২০ মে, ২০১৮ ২১:৩৩

নাজিব আমাকে শেষ করতে চেয়েছিল: আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক

নাজিব আমাকে শেষ করতে চেয়েছিল: আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিম (ফাইল ছবি)

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে জেল থেকে বের হয়ে গুরুতর অভিযোগ এনেছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন পাকাতান হারাপান জোট। আর এই দলের নেতা হলেন আনোয়ার ইব্রাহিম। যাকে উপ-প্রধানমন্ত্রী থেকে বহিষ্কার করেন এই মাহাথিরই। পরবর্তীতে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ারকে কারাগারে রেখেছিল নাজিব রাজাকের সরকার।

অবশ্য ৯২ বছর বয়সে মাহাথির প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্ত হয়ে রবিবার সকালে ইন্দোনেশিয়া পৌছেছেন। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট বিজে হাবিবি’র সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে তার আগেই তিনি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘আমি কখনই তাঁকে (নাজিব রাজাক) সমর্থন করিনি। তাঁর বিরুদ্ধে আমার অবস্থান দৃঢ় এবং এটা তিনি ব্যক্তিগতভাবে নিয়েছিলেন। এ কারণে তিনি আমাকে শেষ করে দিতে চেয়েছিলেন।’

সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘২০১৩ সালের নির্বাচন অবাধ ও স্বচ্ছ হলে আমরা জিততাম। আমাকে জেলে যেতে হতো না।’


বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর