২১ মে, ২০১৮ ০৯:৪১

চীনকে চাপে রাখতে নৌ মহড়ায় নামছে ভারত-ভিয়েতনাম

অনলাইন ডেস্ক

চীনকে চাপে রাখতে নৌ মহড়ায় নামছে ভারত-ভিয়েতনাম

ফাইল ছবি

আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।  আর তারই জের ধরে আগামী সপ্তাহে ভিয়েতনামের সঙ্গে নৌ মহড়ায় নামছে ভারত।  একদিকে যখন চীন সমুদ্রপথে বিভিন্ন দিকে বিস্তারলাভ করার চেষ্টা করছে, তার মধ্যে বেইজিংকে চাপে রাখতেই এমন মহড়া বলে মনে করছে কূটনৈতিক মহল।

এদিকে, দুই দেশই যে চীনকে মাথায় রেখে সামরিক মহড়ায় নামছে, সেকথা সম্প্রতি উল্লেখ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। জানা গেছে, সোমবার এই মহড়ায় অংশ নিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওয়েস্ট প্যাসিফিক রিজিয়নে ঢুকবে আইএনএস সহ্যাদ্রি ফ্রি-জেট, আইএনএস কামোর্তা মিসাইল করভেট ও আইএনএস শক্তি ট্যাংকার। এগুলো তিয়েন শা বন্দরে থাকবে বলে জানা গেছে।

এই মহড়া চলবে ২১ মে থেকে ২৫ সে পর্যন্ত।  দুই দেশের নৌবাহিনীর সেনাদের মধ্যে কথা হবে। বন্দরে কথাবার্তার পর দুই দেশে যুদ্ধজাহাজ নামবে সমুদ্রে। এমনটাই জানিয়েছেন ভারত নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডিকে শর্মা।

উল্লেখ্য, এই মহড়ার পর দুই দেশের সামরিক সম্পর্কের ভিত আরও মজবুত করতে ভিয়েতনাম সফরে যাবেন নির্মলা সীতারামণ। এ বছরের শেষেই ভারত সফরে আসবেন ভিয়েতনামের সেনাপ্রধান ও নৌসেনা প্রধান।

বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর