Bangladesh Pratidin

প্রকাশ : ২২ মে, ২০১৮ ১০:১১ অনলাইন ভার্সন
আপডেট : ২২ মে, ২০১৮ ১৩:৪৭
মহাসাগরকে পিছনে রেখে সেলফি, পা পিছলে ১৩২ ফুট গভীরে শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
মহাসাগরকে পিছনে রেখে সেলফি, পা পিছলে ১৩২ ফুট গভীরে শিক্ষার্থী

ফের সেলফি'র নেশার বলি অস্ট্রেলিয়ায় এক শিক্ষার্থী। মহাসাগরকে পিছনে রেখে ১৩২ ফুট উঁচুতে পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। পা পিছলে সোজা মহাসাগরে। মৃত শিক্ষার্থীর নাম অঙ্কিত।

জানা গেছে, পার্থে পড়াশোনার জন্য গিয়েছিলেন ভারতীয় অঙ্কিত। গত বৃহস্পতিবার তারা কয়েকজন বন্ধু মিলে পশ্চিম অস্ট্রেলিয়ার বন্দর শহর আলব্যানিতে বেড়াতে যায়। সেখানেই মহাসাগরকে পিছনে রেখে পাথরের কিনারায় দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। পা পিছলে গিয়ে সোজা উত্তাল সমুদ্রে পড়েন। এরপর তলিয়ে যান। 

হেলিকপ্টারের সাহায্যে চার দিন তল্লাশি চালানো হলেও তার মরদেহ পাওয়া যায়নি। অঙ্কিতের মা-বাবার সঙ্গে যোগাযোগ করছে অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসন।

বিডি প্রতিদিন/২২ মে ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow