শিরোনাম
২২ মে, ২০১৮ ১২:০১

ফোর্বসের সর্বশেষ জরিপে সেরা ক্ষমতাধরের তালিকায় ছিলেন সালমান

অনলাইন ডেস্ক

ফোর্বসের সর্বশেষ জরিপে সেরা ক্ষমতাধরের তালিকায় ছিলেন সালমান

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মৃত্যু গুজব নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। গত ২১ এপ্রিলের পর থেকে সালমানকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। তার দফতর থেকে একটি ছবি প্রকাশ করা হলেও সেটি কবে তোলা হয়েছে তাও স্পষ্ট করা হয়নি। তাই এ নিয়ে এখনো অন্ধকারেই থাকতে হচ্ছে সবাইকে। 

খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন সালমান। গত বছরের নভেম্বরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরুর পর আরও বেশি আলোচিত হন তিনি। ওই অভিযানে বেশ কয়েকজন রাজপুত্র, মন্ত্রী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা আটক হন। এছাড়াও সৌদি আরবের আর্থ-সামাজিক ও সাংস্কৃতির সংস্কারের নানা কর্মকাণ্ডের জন্য একইভাবে প্রশংসিত ও নিন্দিত হন তিনি। 

গত ৮ মে বিশ্বের সেরা ক্ষমতাধরদের তালিকায় প্রকাশ করে মার্কিন সাময়িকী ফোর্বস। এতে ৮ নম্বরে ছিল মোহাম্মদ বিন সালমানের নাম, যিনি মধ্যপ্রাচ্যে এমবিএস নামেই বেশি পরিচিত। তার বাবা দেশের বাদশাহ হলেও সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে ছিলেন তিনি এবং পুরো দেশের নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। 

বিডি প্রতিদিন/২২ মে, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর