২৩ মে, ২০১৮ ১৪:৩৩

উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্র পরিদর্শনের অনুমতি পেলেন দক্ষিণ কোরীয় সাংবাদিকরা

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্র পরিদর্শনের অনুমতি পেলেন দক্ষিণ কোরীয় সাংবাদিকরা

শেষ মুহূর্তে দক্ষিণ কোরীয় সাংবাদিকদের উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের ধ্বংসাবশেষ দেখার অনুমতি দিয়েছে পিয়ংইয়ং। বুধবার সিউল এ কথা জানিয়েছে। 

চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি রি কমপ্লেক্সটি সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণা দিয়েছিল। এটি দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় অবস্থিত।

উত্তর কোরিয়া জানিয়েছে, আবহাওয়ার ওপর নির্ভর করে বুধবার ও শুক্রবারের মধ্যে কোনো একদিন পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করা হবে। 
এ উপলক্ষে দ. কোরিয়াসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। 

মঙ্গলবার চীন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাংবাদিকরা বেইজিং থেকে উত্তর কোরিয়ার উয়োনসান নগরীতে রওয়ানা দিয়েছে। সেখান থেকে তারা বাস ও ট্রেনে করে প্রায় ২০ ঘণ্টার ভ্রমণ করে পূর্ব উপকূলে ওই পরীক্ষা ক্ষেত্রে পৌঁছবেন। 

বিডি প্রতিদিন/২৩ মে ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর