২৩ মে, ২০১৮ ২২:০৬

দুই শীর্ষ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ মাদুরোর

অনলাইন ডেস্ক

দুই শীর্ষ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ মাদুরোর

সংগৃহীত ছবি

ওয়াশিংটনের অবরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কুটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলা।

এর আগে দেশটির প্রেসিডেন্ট পদে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ওয়াশিংটন দেশটির ওপর অবরোধ জোরদার করে। এমন প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের চার্জ দি এ্যাফেয়ার্স টড রবিনসন ও হেড অব মিশন ব্রাইয়ান নারানজোকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘ভেনেজুয়েলানদের মাতৃভূমির সম্মান রক্ষার্থে ও যুক্তরাষ্ট্রের আচরণের প্রতিবাদে ৪৮ ঘন্টার মধ্যে তাদের এদেশ ত্যাগ করতে হবে।’

এদিকে যুক্তরাষ্ট্র অবিলম্বে পাল্টা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘যদি আমাদের কূটনীতিককে বহিষ্কার করা হয়, তবে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে।’

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর