২৪ মে, ২০১৮ ০১:১৩

তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত ১০৪ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত ১০৪ জনের যাবজ্জীবন

তুরস্কে ১০৪ জন সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরুদ্ধে ২০১৬ সালের ১৫ জুলাই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের এই শাস্তি দেয়া হয়।

জানা গেছে, ইজমিরের একটি আদালতে এরদোগানের বিরুদ্ধে ওই অভ্যুত্থানে জড়িত ২০৮ সাবেক সেনা সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এরমধ্যে ১০৪ সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে সহায়তার অভিযোগে ২১ জনের ২০ বছরের এবং একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার কারণে ৩১ জনের ৭ এবং ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর পরই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তুরস্কের সরকার। এ সময় দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে এবং আরো প্রায় ৫০ হাজার মানুষকে আটক করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাইয়ের ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কমপক্ষে ২৬০ জন নিহত এবং আরও ২ হাজার ২ শ মানুষ আহত হয়।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর