২৪ মে, ২০১৮ ০২:২২

চীনের দাবানলের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

চীনের দাবানলের আগুন নিয়ন্ত্রণে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি বনাঞ্চলের দাবানল বুধবার নিভিয়ে ফেলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই দাবানলে ৪০ হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে।

জানা যায়, মঙ্গলবার দালি নগরীর ইয়ুনলাং গ্রামে এ দাবানল শুরু হয়। স্থানীয় সশস্ত্র পুলিশ, বন পুলিশ, মিলিশিয়া ও দমকল বাহিনীর প্রায় ১৫শ’ সদস্য দাবানল মোকাবেলায় মোতায়েন করা হয়। পাশাপাশি তিনটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়। সবার সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এছাড়া, দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানা গেছে।

সূত্র: সিনহুয়া

বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর