২৪ মে, ২০১৮ ০৯:০৩
খবর টাইমস অব ইন্ডিয়া'র

‌চীনের সকল মসজিদে জাতীয় পতাকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক

‌চীনের সকল মসজিদে জাতীয় পতাকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক

ফাইল ছবি

কমিউনিস্ট চীনে শাসকের স্বেচ্ছাচারিতার অভিযোগ অনেকদিন ধরেই রয়েছে। এবার নতুন করে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি চীনের বামপন্থী সরকারের তরফে একটি নির্দেশ দিয়ে বলা হয়েছে, দেশটির সমস্ত মসজিদগুলিতে জাতীয় পতাকা টাঙিয়ে রাখে হবে। 

জানা গেছে, দেশের প্রতি আনুগত্য প্রকাশের চিহ্ন হিসাবেই এই পতাকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে, এমনই জানিয়েছে চীনা সরকার। 

চীনের ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়েবসাইটে জানানো হয়েছে, এই পতাকাগুলি মসজিদের প্রধান এলাকার মধ্যেই টাঙানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ইসলামিক গোষ্ঠীগুলির মধ্যে চীনের জাতীয়তাবাদ ছড়িয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে অ্যসোসিয়েশন। 

চীনে গণতন্ত্র নেই, মত প্রকাশের সুযোগ নেই তেমন, অনেক দেশই এমন অভিযোগ তুলে আসছে দীর্ঘদিন ধরে। বামপন্থী চীনা সরকার সে দেশে একাধিপত্য বিস্তার করে বিরোধী কণ্ঠ রোধ করে রেখেছে বলেও অনেকে অভিযোগ করেছেন বারবার। যদিও তাতে বিশেষ কোন পরিবর্তন নেই চীনা শাসকের। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর