Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ মে, ২০১৮ ১০:৫৪ অনলাইন ভার্সন
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক
এবার ভেনেজুয়েলার দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
এবার ভেনেজুয়েলার দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন ডিসিতে ভেনেজুয়েলার দূতাবাস

ইটের বদলে পাটকেল যাবে বলে! ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করেছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বিতর্কিত বক্তব্য দেয়ায় ওই সিদ্ধান্ত নেয় দেশটি। এবার তার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রও। তারা ভেনেজুয়েলার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, সেই কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর সিএনএনের।

গত রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। দেশটির প্রধান বিরোধী দল ওই নির্বাচন প্রত্যাখ্যান করে ফের নির্বাচনের দাবি জানায়। যুক্তরাষ্ট্র নির্বাচনের কড়া সমালোচনা করেছে। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার টোড রবিনসন ও ব্রায়ান নারানজো নামের দুই কূটনীতিককে বহিষ্কার করে ভেনেজুয়েলা। 

বিডি প্রতিদিন/২৪ মে, ২০১৮/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow