১৭ জুন, ২০১৮ ০৯:৫০

অস্ত্র রেখে তালেবান যোদ্ধাদের সাথে আফগান সেনাদের কোলাকুলি!

অনলাইন ডেস্ক

অস্ত্র রেখে তালেবান যোদ্ধাদের সাথে আফগান সেনাদের কোলাকুলি!

তালেবানের সাথে ফটো তুলছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েইস বারমাক। (মাঝখানে, সাদা পোশাক)।

মাত্র কয়েকদিন আগেও দু'পক্ষ পরস্পরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে। শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।

একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে।

(তালেবানের সাথে সেলফি তুলছেন এক আফগান।)

একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সাথে এই আপোষের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না। আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান।

সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর