১৭ জুন, ২০১৮ ১৯:৪৫

ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি থাকবেই : অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি থাকবেই : অস্ট্রেলিয়া

জুলি বিশপ

মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসরণ নয়, বরং নিজেদের বিদেশ নীতিতেই অটল থাকবে অস্ট্রেলিয়া৷ দেশের বিদেশমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, ইসরায়েলে থাকা দূতাবাসের ঠিকানা বদলে জেরুজালেমে নিয়ে যাওয়া হবে না৷ একইসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি থাকবেই৷

ইজরায়েলের দীর্ঘদিনের দাবি জেরুজালেম শহরকে রাজধানী বানানোর৷ একই দাবি ফিলিস্তিন কর্তৃপক্ষের৷ দুই তরফের সেই দাবি মেনে নেয়নি রাষ্ট্রসংঘ৷ তবুও মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন তাদের দূতাবাস জেরুজালেম শহরেই স্থানান্তরিত করা হচ্ছে৷ এর অর্থ শহরটিকে কূটনৈতিক গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন৷ 

তারপর থেকেই জেরুজালেমকে ঘিরে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের সংঘর্ষ ছড়ায়৷ রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়৷ সম্প্রতি সেই সংঘর্ষের রেশ পুনরায় ছড়িয়েছে ফিলিস্তিনি অধ্যুষিত অপর এলাকা গাজা শহরে৷ সেখানকার সীমান্ত বরাবর সংঘর্ষে মৃত্যু হয়েছে অনেকের৷

মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির কিছু নেতা দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার দাবি তোলেন৷ তারই জবাবে বিদেশমন্ত্রী জুলি জানান, তেল আবিভ থেকে দূতাবাস সরানো হচ্ছে না৷ পাশাপাশি, ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেছেন তিনি৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর