Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ জুন, ২০১৮ ১১:০৮ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ জুন, ২০১৮ ১১:১২
অভিবাসন বিতর্কে মেলানিয়া
অনলাইন ডেস্ক
অভিবাসন বিতর্কে মেলানিয়া
bd-pratidin

আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় নীতিগত বিষয়ে খুব কমই কথা বলতে দেখা যায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। সম্প্রতি অভিবাসন নিয়ে কথা বলেছেন তিনি। এ বিষয়ে বরাবরই কঠোর নীতি অবলম্বন করে আসছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসন সঙ্কট নিয়ে মেলানিয়া নিজের অবস্থান স্পষ্ট করেছেন। 

সীমান্তে আশ্রয়প্রার্থী অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করে ফেলা হয়। ফার্স্ট লেডির মুখপাত্র স্টেফানি গ্রিজম্যানের মাধ্যমে দেয়া বিবৃতিতে বলা হয়, সন্তানদের আলাদা করার বিষয়টিকে ঘৃণা করেন মেলানিয়া। তিনি এও আশা করেন অভিবাসন নীতির সঙ্গে সংশ্লিষ্ট উভয় পক্ষ এ নীতি সংস্কারে এগিয়ে আসবেন।

মাত্র ছয় সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ২ হাজার শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরই বিবৃতি দিলেন মেলানিয়া। স্টেফানি গ্রিজম্যান বলেন, 'মেলানিয়া বিশ্বাস করেন আমাদের এমন একটা রাষ্ট্র প্রয়োজন যেটি সব নিয়মকানুন মেনে চলবে এবং একই সঙ্গে হৃদয় দ্বারাও পরিচালিত হবে।' সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow