১৯ জুন, ২০১৮ ০৫:১৬

অপরাধী মনোভাব ঘোচাতে কারাগারে রামদেবের যোগ প্রশিক্ষণ!

অনলাইন ডেস্ক

অপরাধী মনোভাব ঘোচাতে কারাগারে রামদেবের যোগ প্রশিক্ষণ!

ফাইল ছবি

এবার দাগী আসামিদের ধরে ধরে যোগ শেখাবেন ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী যোগগুরু বাবা রামদেব৷ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রামদেব আগামী রবিবার ভারতের তিহার জেলের অন্তত ১১ হাজার বন্দিকে যোগ প্রশিক্ষণ দেবেন বলে দেশটির কারা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে৷ যোগ শিক্ষা দেওয়ার পাশাপাশি, বন্দিদের জন্য কাজের সুযোগও দেবেন রামদেব৷

জানা গেছে, আগামী রবিবার অন্তত চার ঘণ্টা বন্দিদের সঙ্গে সময় কাটাবেন যোগ গুরু৷ বন্দিদের উৎপাদিত পণ্য সামগ্রী খতিয়ে দেখবেন তিনি৷ তিহার জেলে বন্দিদের উৎপাদিত পণ্য কীভাবে আরও বাজারজাত করা যায়, তা নিয়েও জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন রামদেব৷ মনে করা হচ্ছে, রামদেবের কোম্পানির সঙ্গে তিহার জেলের বন্দিদের উৎপাদিত পণ্যের মেলবন্ধন ঘটিয়ে দেশের বাজার দখল নেওয়ার কৌশল নেওয়া হতে পারে৷

ব্যবসা বাড়ানোর সঙ্গে সঙ্গে বন্দিদের মনোবল বাড়াতে আগামী রবিবার তিহার জেল ও সংলগ্ন নয়টি কারাগারের বন্দিদের একত্রিত করে যোগ প্রশিক্ষণ দেবেন রামদেব৷ অপরাধ জগতের অন্ধকার কাটিয়ে কীভাবে বন্দিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার উপরের গুরুত্ব দিতেই এই যোগ প্রশিক্ষণ বলে জানা গিয়েছে৷ তিহার জেলে বন্দিদের যোগ প্রশিক্ষণ প্রসঙ্গে সংবাদমাধ্যমে রামদেব মন্তব্য করেন, ‘‘যোগ রাগ ও প্রতিশোধ নেওয়ার মানসিকতার বিলুপ্তি ঘটায়৷ আর আমি যোগের মাধ্যমে বন্দিদের মধ্যে ক্রোধ মুক্তির পথের সন্ধান দেওয়ার চেষ্টা করব৷”

আগামী ২১ জুন পালিত হতে যাচ্ছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস৷ ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস হিসাবে ঘোষণা করে৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন৷ সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে৷

সূত্র: সংবাদ প্রতিদিন


বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর