১৯ জুন, ২০১৮ ১৩:৩৩

মহাকাশে একাধিপত্য বিস্তারে তৎপর যুক্তরাষ্ট্রের 'স্পেস ফোর্স'!

অনলাইন ডেস্ক

মহাকাশে একাধিপত্য বিস্তারে তৎপর যুক্তরাষ্ট্রের 'স্পেস ফোর্স'!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কার্যালয়ের পেন্টাগনকে নতুন মার্কিন স্পেস ফোর্স গঠনের আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে এয়ারফোর্স থাকলেও ট্রাম্প পৃথকভাবে স্পেস ফোর্স গঠনে উদ্যোগী এবং তার জন্য কাজ শুরুর নির্দেশও দিয়ে দিয়েছেন তিনি৷

ট্রাম্পের মতে, মহাকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যথেষ্ট নয়৷ তার মতে মহাকাশে আরও জোরালো হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাব৷ ন্যাশনাল স্পেস কাউন্সিলের এক কার্যানুষ্ঠানে সোমবার তিনি জানান, শুধু বাণিজ্যিক ক্ষেত্রই নয় এই উদ্যোগ সার্বিকভাবে ইতিবাচক৷ তবে এই প্রথম নয়, এর আগেও এ বিষয়ের উত্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়েও মহাকাশে আমেরিকার উপস্তিতির ওপরে জোর দেওয়া হয়েছিল৷ মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই স্পেশাল ফোর্স স্পেস ওয়ারের জন্যও প্রস্তুত থাকবে৷ জানা যাচ্ছে, মার্কিন স্পেস কমান্ড কাছে সেনার স্পেশ অপারেশনস নিয়ন্ত্রণ করবে৷

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর