১৯ জুন, ২০১৮ ১৩:৩৬

যুক্তরাষ্ট্রে র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনপ্রিয় র‌্যাপ সংগীতশিল্পী এক্সএক্সএক্সটেনটাসিয়নকে গুলি করে হত্যা করা হয়েছে। 

স্থানীয় সময় সোমবার দক্ষিণ ফ্লোরিডার একটি মোটরসাইকেলের দোকান থেকে বের হওয়ার সময় সন্দেহভাজন অস্ত্রধারীরা তাকে গুলি করে। এর পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পর পর দুটি অ্যালবাম হিট হওয়ার পর মাত্র ২০ বছর বয়সী এই সংগীতশিল্পী দ্রুত খ্যাতিমান হয়ে উঠছিলেন। এক্সএক্সএক্সটেনটাসিয়নের প্রকৃত নাম জাশে অনফ্রয়। তাকে প্রায়ই র‌্যাপ সংগীতের সবচেয়ে বিতর্কিত শিল্পীদের একজন হিসেবে বর্ণনা করা হতো।

শুরুতে সাউন্ডক্লাউড ওয়েবসাইটে গান আপলোড করার মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি। মার্কিন র‌্যাপ সংগীতে নতুনমাত্রা যুক্ত করা এই শিল্পীকে প্রতিভাবান সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হতো।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর