২০ জুন, ২০১৮ ০৫:০২

নিয়ম লঙ্ঘনের কারণে ইমরান খানের পদ বাতিল

অনলাইন ডেস্ক

নিয়ম লঙ্ঘনের কারণে ইমরান খানের পদ বাতিল

ফাইল ছবি

তেহেরিক -ই-ইনসাফ প্রধান ইমরান খানের প্রার্থী পদ বাতিল করল পাকিস্তান নির্বাচন কমিশন৷ সাংবিধানিক নিয়ম লঙ্ঘনের কারণে ইমরান খানের মনোনয়ন বাতিল করা হল৷ সংবিধানের নিয়ম লঙ্ঘন করার জেরে ইমরানের বিরুদ্ধে এই নোটিস জারি হয়৷

হলফনামা জমা দেওয়ার সময়সীমাও অতিক্রম করেন ইমরান৷ সেই কারণেই ইমরানের মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন৷ ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল ওয়াহাব বালোচ৷ সেই ভিত্তিতেই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের হয়৷ 
ইমরানের প্রার্থী পদকে চ্যালেঞ্জ জানায় বালোচ৷ শুধু ইমরান খানই নন, নওয়াজ শরিফ পরিচালিত পাকিস্তান মুসলিম লীগের নেতাদেরও৷ এর মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি, মেহতাব আব্বাসি, আয়েস গুলালি৷

২৫ জুলাই পাকিস্তানে নির্বাচন৷ ইমরান খানের ভোটে দাঁড়ানো নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধে৷ সংবিধানের নিয়ম লঙ্ঘন করে বেশ কয়েকটি কাজ করেছেন ইমরান বলে অভিযোগ ওঠে৷ তেহরিক-ই-পাকিস্তানের তরফে ইমরাণের বদলে প্রার্থী পদ কাকে দেওয়া হবে তা জানা না গেলেও, দলের অন্দরে ইমরান নিয়ে বিতর্কের ঝড় বহাল বলে জানা গেছে৷

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর