২০ জুন, ২০১৮ ১১:৩৯

বিশ্বকাপের কারণে কর্মহীন কয়েক হাজার শ্রমিক

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের কারণে কর্মহীন কয়েক হাজার শ্রমিক

রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলছে, তার উন্মাদনায় মেতেছে বিশ্ববাসী। কিন্তু খোদ রাশিয়ার কয়েক হাজার মানুষ এ আনন্দে সামিল হতে পারছেন না। কারণ বিশ্বকাপ শুরু হওয়ায় তারা কাজ হারিয়েছেন। বিশ্বকাপের জন্য এখন রাশিয়ায় বন্ধ অস্ত্র ও ইস্পাত তৈরির কারখানা। ভলগার তীরে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি কারখানা। সেজন্যই সাময়িক ছুটি দিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার শ্রমিককে।

রাশিয়ার একটি ছোট ইস্পাত কারখানা কাজ করেন মিখাইল প্রিভালভ। তার আক্ষেপ, বিশ্বের সবথেকে বড় ফুটবল ইভেন্টের জন্য চাকরি গেল কত মানুষের।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপের জন্য কাজ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। বিশ্বকাপ চলাকালীন শ্রমিকের ক্ষোভের আগুন ছড়িয়েছে রাশিয়ায়। ৭ জুন থেকে আন্দোলন চালাচ্ছেন কর্মহীন ৭০ জন শ্রমিক।আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনগুলি। পরিস্থিতির কথা জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছে তারা।

রাশিয়া সরকার মৌখিকভাবে জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন কাজ না করলেও, দৈনিক মজুরি পাবেন শ্রমিকরা। সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর