২০ জুন, ২০১৮ ১১:৫৪
কিশোরকে তিরস্কার ফরাসি প্রেসিডেন্টের

'আমাকে মিস্টার প্রেসিডেন্ট ডাকো'

অনলাইন ডেস্ক

'আমাকে মিস্টার প্রেসিডেন্ট ডাকো'

ফরাসি প্রেসিডেন্টের পুরো নাম ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রেসিডেন্টের একজন তিনি। তার মানে এই নয় যে, তার পদবীকে (প্রেসিডেন্ট) হালকাভাবে নিতে হবে।

সম্প্রতি ৪০ বছর বয়সী ফরাসী প্রেসিডেন্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তার ডাক নাম (মানু) ধরে ডাকায় তিনি এক কিশোরকে তিরস্কার করছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অবশ্য তাতে ফরাসি প্রেসিডেন্টের দোষই দেখছেন। তাদের মতে, তিনি কিশোরটিকে খামাখাই বকাঝকা করেছেন।

                    ফরাসি প্রেসিডেন্টের উপদেশ শুনছেন সেই কিশোর (ডান থেকে প্রথম)

একটি অনুষ্ঠানে ওই কিশোর ইমানুয়েল ম্যাক্রোকে জিজ্ঞেস করেন, সবকিছু কেমন চলছে, মানু? উত্তর ফ্রেঞ্চ ভাষায় তিনি বলেন, 'তোমার উচিত আমাকে মিস্টার প্রেসিডেন্ট বলে ডাকা।তুমি আনুষ্ঠানিক কর্মসূচিতে এসেছো। তোমার উচিত সঠিকভাবে আচরণ করা।'

পরে এই ঘটনার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টেও আপলোড করেছেন ইমানুয়েল ম্যাক্রো। লিখেছেন, 'প্রজাতন্ত্রকে ন্যূনতম সম্মান করুণ, বিশেষ করে ১৮ জুন। তার মানেই এই নয় যে, আপনি স্বস্তিতে আলাপ চালাতে পারবেন না- শেষ পর্যন্ত দেখুন।' সূত্র: টাইম

 

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর