২২ জুন, ২০১৮ ১০:২৭

প্রশ্নফাঁস ঠেকাতে আলজেরিয়ায় ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক

প্রশ্নফাঁস ঠেকাতে আলজেরিয়ায় ইন্টারনেট বন্ধ

আলজেরিয়ায় প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন এক ঘণ্টা করে ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার (২০ জুন) শুরু হওয়া হাই স্কুলের ডিপ্লোমা পরীক্ষা চলাকালে মোবাইল এবং ফিক্সড লাইনে বন্ধ থাকবে ইন্টারনেট সেবা। পরীক্ষা চলবে ২৫ জুন পর্যন্ত। 

জানা গেছে, পরীক্ষা চলাকালীন প্রতিদিনই এক ঘণ্টা করে ইন্টারনেট বন্ধ থাকবে। ২০১৬ সালে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা চলাকালে ব্যাপকহারে প্রশ্ন ফাঁসের ঘটনার পর এ বছর পরীক্ষায় এ ব্যবস্থা নেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করে আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নৌরিয়া বেনঘাবরিত আলজেরিয়ান গণমাধ্যমকে বলেন, পরীক্ষার পুরো সময়টাতে সারা দেশে ফেসবুক বন্ধ থাকবে। এছাড়া ইন্টারনেট সেবা বন্ধের পাশাপাশি দুই হাজার পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেকটর বসানো হয়েছে। যেন শিক্ষক-শিক্ষার্থী কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর