২৩ জুন, ২০১৮ ০৯:৪৮

পাকিস্তানের ৯০ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ৯০ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

সংগৃহীত ছবি

কয়েক বছর আগে ভারতে আসা ৯০ জন পাকিস্তানি হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারতের আমেদাবাদ জেলা প্রশাসন। শুক্রবার এক অনুষ্ঠানে তাদের হাতে প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়।

জেলা কালেক্টর বিক্রান্ত পাণ্ডে ১৯৫৫-র ভারতীয় নাগরিকত্ব আইনের ধারা মেনে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র তাঁদের হাতে তুলে দেন। তিনি বলেন, ২০১৬ -তে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু ও শিখদের মতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ করে কেন্দ্র। ২০১৬-র ডিসেম্বরে এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমেদাবাদ, গান্ধীনগর ও কচ্ছের জেলা কালেক্টরদের গুজরাতে বসবাস করা এই সংখ্যালঘু সম্প্রদায়ের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই ৯০ জনকে নিয়ে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার পর প্রতিবেশী দেশগুলি থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ায় ক্ষেত্রে দেশের সব জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে আমেদাবাদ। ২০১৬ থেকে আমেদাবাদ জেলা কালেক্টরেট মোট ৩২০ জনকে নাগরিকত্ব দিয়েছে। দেশের আর কোথাও সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। ৩২০ জন আবেদনকারীর ৯০ শতাংশই এসেছেন পাকিস্তান থেকে, বাকিরা বাংলাদেশের।

ভারতের নাগরিক হওয়ার পর এবার তাঁরা আধার, পাসপোর্ট ও অন্যান্য পরিষেবা চেয়ে আবেদন করতে পারবেন। ভোটার তালিকায়ও নাম উঠবে তাঁদের। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি ওই নাগরিকেরা।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর