২৫ জুন, ২০১৮ ০২:৩৪

বিজয় ভাষণের প্রস্তুতি এরদোগানের

অনলাইন ডেস্ক

বিজয় ভাষণের প্রস্তুতি এরদোগানের

ফাইল ছবি

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তার সমর্থকদের উদ্দেশ্যে এক বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত হবার পরপরই তিনি এই প্রস্তুতি নিচ্ছেন।

এরদোগানের দল একেপার্টির মূখপাত্র মাহির উনালের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরপরই তিনি বিজয় ভাষণ দেবেন।

উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে  এ পর্যন্ত গণনা হওয়া ৮৬ ভাগ ভোটের মধ্যে এরদোগান তথা একে পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৫ দশমিক ৭ শতাংশ। প্রাপ্ত ভোটের পরিমাণ ২ কোটি ৩০ লাখ। অপরপক্ষে নিটকতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন মুহারেরম তথা সিএইচপি পার্টির নেতৃত্বে ন্যাশনাল এ্যালায়েন্স। তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৩ দশমিক ৫ শতাংশ বা ১ কোটি ৪০ লাখ।‌‌‌

 
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর