২৫ জুন, ২০১৮ ১২:৫২

ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ প্লাস্টিক, চাকরি নিয়ে শঙ্কায় ৩ লাখ

অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ প্লাস্টিক, চাকরি নিয়ে শঙ্কায় ৩ লাখ

প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি চাকরি নিয়ে শঙ্কায় পড়েছেন অনেকে।  শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইতিমধ্যে চাকরি হারানোর আশঙ্কায় আছেন প্রায় তিন লাখ মানুষ। 

এ ব্যাপারে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ইতোমধ্যেই প্লাস্টিক এবং থার্মোকল নিষিদ্ধ করেছে দেবেন্দ্র ফরনবিশ সরকার। এই সিদ্ধান্তের ফলে ১৫ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতি হবে বলে মত শিল্প মহলের। একইসঙ্গে প্রায় ৩ লক্ষ মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এদিকে প্লাস্টিক ব্যাগ উৎপাদকদের সংগঠন পিবিএমএআই-এর সাধারণ সম্পাদক নিমিত পুনামিতি এ সম্পর্কে রবিবার সংবাদমাধ্যমকে বলেছেন, মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত সারা দেশের প্লাস্টিক শিল্পকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।  এই লোকসানের অঙ্ক ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।  সরকারের প্লাস্টিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তে রাতারাতি প্রায় ৩ লক্ষ মানুষ কর্মহীন হয়ে গেলেন। মহারাষ্ট্রে প্লাস্টিক এবং থার্মোকল নিষিদ্ধ হওয়ায় তাদের সংগঠনের প্রায় আড়াই হাজার সদস্য কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলেও জানিয়েছেন নিমিত পুনামিতি।

উল্লেখ্য, এই প্রথম ভারতের কোন বড় রাজ্যে আইন করে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে।

বিডি প্রতিদিন/ ২৫ জুন ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর