২৫ জুন, ২০১৮ ১৩:৩২

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেই জেল

অনলাইন ডেস্ক

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেই জেল

ফাইল ছবি

অনুপ্রবেশ ঠেকাতে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।  উপযুক্ত নথি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে জেল হতে পারে বলে বিভিন্ন দেশের নাগরিকদের কড়া সতর্ক করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারই জের ধরে ইতিমধ্যে অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন জেলে অনেকে আটক আছে। এর মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি।

যুক্তরাষ্ট্রে গ্রেফতারের তালিকায় তরুণ পড়ুয়ারাই বেশি। বিভিন্ন দেশ থেকে তরুণরা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে। প্রয়োজনীয় নথি না থাকায় তাদের আটক করছে আইন-শৃঙ্খলা রাহিনী। 

জানা গেছে, বিভিন্ন জেলে কমপক্ষে ৯৬ জন ভারতীয় আটক আছে।  এ ব্যাপারে ফিলাডেলফিয়ার ইমিগ্রেশন অ্যাটর্নি জেনারেল আকাঙ্ক্ষা কালারা জানান, ভারতীয় তরুণেরা সাবধান হোক, প্রকৃত নথি না থাকলে তারা যেন যুক্তরাষ্ট্রে পাড়ি না জমায়।  পাঞ্জাবের অনেক তরুণ কোন মতে জাল নথি জোগাড় করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে।  এ জন্য তাদের জেলে যেতে হচ্ছে।

বিডি প্রতিদিন/ ২৫ জুন ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর