২৫ জুন, ২০১৮ ১৬:০৪

সৌদিতে লক্ষাধিক নারীর ড্রাইভিং লাইসেন্স চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক

সৌদিতে লক্ষাধিক নারীর ড্রাইভিং লাইসেন্স চেয়ে আবেদন

সংগৃহীত ছবি

সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার নারী। গতকাল রবিবার দেশটিতে থেকে উন্মুক্তভাবে নারীরা গাড়ি চালানোর শুরু করেছেন। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন, সৌদি নারীদের গাড়ি চালনা প্রশিক্ষণ দিতে ৬টি ড্রাইভিং স্কুল খোলা হয়েছে। এসব স্কুলে নারী-পুরুষ উভয়ের জন্য মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পর এখন পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গ বা কোনোধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, সৌদি আরবই ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল।
 
বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর