২৫ জুন, ২০১৮ ১৬:৫৫

ক্যালিফোর্নিয়াতে ছড়িয়ে পড়েছে দাবানল, ৬শ বাড়ি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক

ক্যালিফোর্নিয়াতে ছড়িয়ে পড়েছে দাবানল, ৬শ বাড়ি ক্ষতিগ্রস্ত

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুন থেকে বাঁচতে প্রায় ২ হাজার ৫শ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে, তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে স্প্রিং ভ্যালি এলাকার প্রায় ১শ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে পাওনি দাবানলের আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কারণে বেসামরিক এলাকার রাস্তা এবং বেশ কিছু খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি বিভাগ জানিয়েছে, দাবানলের আগুন রাস্তার বিভিন্ন স্থানে নেমে এসেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগ জানিয়েছে, প্রায় ৩ হাজার একর এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকার প্রায় ৬শ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩০য়ের বেশি দমকলকর্মী কাজ করে যাচ্ছেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর