২৫ জুন, ২০১৮ ২১:১৩

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরায়েল

অনলাইন ডেস্ক

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পরিবহনমন্ত্রী কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। ইসরায়েলের গণমাধ্যম এ খবর দিয়েছে।

চলতি সপ্তাহে এক বৈঠকে নেতানিয়াহু ও কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিষয়টিতে একমত হন। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রস্তাবিত রেল প্রকল্প ইসরায়েলের হাইো সমুদ্রবন্দর থেকে জর্দানের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশকে যুক্ত করবে।  

অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীরের জেনিন শহরকেও যুক্ত করবে এ রেল লাইন। ইসরায়েল, সৌদি আরব ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের ভেতরে রেল লাইনের অবকাঠামো থাকায় প্রকল্পটি বাস্তবায়নে খুব কম সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে এ অঞ্চলে ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ তৈরি হবে বলে কাৎজ মন্তব্য করেন।

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর