Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুলাই, ২০১৮ ০৮:২১ অনলাইন ভার্সন
আপডেট : ১২ জুলাই, ২০১৮ ১৩:০৮
উপযুক্ত জীবনসঙ্গী বাছাইয়ে ওবামার ৩ টিপস
অনলাইন ডেস্ক
উপযুক্ত জীবনসঙ্গী বাছাইয়ে ওবামার ৩ টিপস
সংগৃহীত ছবি
bd-pratidin

বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। ব্যক্তি জীবনে স্ত্রী মিশেল ওবামার সঙ্গে ২৬ বছরের দাম্পত্য জীবন অতিক্রম করছেন তিনি। এ দম্পতির রয়েছে দুই কন্যা সন্তান মালিয়া ও শাশা। সম্প্রতি জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ওবামা কয়েকটি পরামর্শ দিয়েছেন।

ওবামার মতে আপনার বুঝে নিতে হবে যে, ইনিই আপনার উপযুক্ত সঙ্গী। তবে এজন্য তিনটি প্রশ্ন করতে হবে। এগুলো হলো-

১. সে কি তেমন একজন যাকে আপনি আগ্রহউদ্দীপক বলে মনে করেন?
আপনি বাকি জীবনে সে ব্যক্তির সঙ্গে অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি সময় দেবেন। আর এ কারণেই তার কথাবার্তা শুনতে আপনার কতখানি আগ্রহ তৈরি হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. সে কি আপনার মুখে হাসি এনে দেয়?
যার সঙ্গে আপনি সারাজীবন কাটাবেন তার সান্নিধ্য আপনাকে কতটা হাসি এনে দেয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যাপারটা তেমন না হয় তাহলে আরো অপেক্ষা করাই ভালো।

৩. সে কি সন্তান পালন করতে পারবে?
প্রত্যেকের জীবনেই সন্তানের গুরুত্ব রয়েছে। আর সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রেও এ বিষয়টা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ যে, তার শিশুদের কেমন লাগে। মা বা বাবা হিসেবে আপনার হবু সঙ্গী কেমন হবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow