১৬ জুলাই, ২০১৮ ১২:০৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে নিষ্ঠুর পরামর্শ দিয়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে নিষ্ঠুর পরামর্শ দিয়েছেন ট্রাম্প

ক্ষমতাগ্রহণের পর প্রথমবার ব্রিটেন সফরে এসেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এবার জানিয়েছেন, গত সপ্তাহে ওই সফরের সময় ট্রাম্প তাকে একটি নিষ্ঠুর পরামর্শ দেন।

রবিবার বিবিসির অ্যান্ডু মারের শোতে তেরেসা বলেন, ট্রাম্প আমাকে বলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দরকষাকষিতে যাওয়ার প্রয়োজন নেই। সোজা গিয়ে মামলা করে দেন।

আগামী বছর ইউরোপীয় ইউয়নিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। সে জন্য বাণিজ্য, অর্থনীতিসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন বিষয়ে দরকষাকষি চলছে ব্রিটেনের। সেদিকেই ইঙ্গিত করে ট্রাম্প ওই পরামর্শ দেন তেরেসাকে। তবে সেই উপদেশ ভালোভাবে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ওই উপদেশকে 'অনেক বেশি নিষ্ঠুর' বলে মন্তব্য করেছেন।

এর আগে ব্রিটেন সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথকে ট্রাম্প অসম্মান করেন বলেও অভিযোগ উঠে। সফরের শুরুতেই ট্রাম্প দ্য সানকে দেয়া সাক্ষাৎকারে বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে তিনি ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবেন না।' সূত্র: সিএনএন  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর