১৭ জুলাই, ২০১৮ ১১:০২

উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানকে সাবমেরিন দিচ্ছে চীন, সতর্ক ভারত

অনলাইন ডেস্ক

উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানকে সাবমেরিন দিচ্ছে চীন, সতর্ক ভারত

ফাইল ছবি

ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-চীন। আর তারই জের ধরে এবার ইসলামাবাদকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী করার দিকে নজর দিল বেইজিং। জানা গেছে, পাকিস্তানের জন্য চীনে আটটি সাবমেরিন তৈরি হচ্ছে। এই সাবমেরিনগুলো পাকিস্তানের হাতে চলে গেলে চাপে পড়বে ভারত।

সূত্রের খবর, প্রজেক্ট হাঙ্গুরের আওতায় সাবমেরিন তৈরি করছে চীন। খুব শীঘ্রই সেগুলো পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। ভারতের এখন পর্যন্ত ১৬টি সাবমেরিন রয়েছে। আর পাকিস্তানের সাবমেরিন সংখ্যা ১০। নতুন এই সাবমেরিনগুলো পাকিস্তানের হাতে পৌঁছে গেলে তাদের সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া চীনের তৈরি নতুন এই সাবমেরিনগুলো পানির নিচেও যুদ্ধ করতে সক্ষম বলে জানা গেছে।

সাবমেরিন পাওয়ার ফলে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি পাবে। আর এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হল, যখন চীন দু’টি রিমোট স্যাটেলাইট লঞ্চ করেছে। ধারণা করা হচ্ছে, এর সাহায্যে মহাকাশ থেকে ভারতের উপর নজরদারি চালাবে চীন। আর সাবমেরিনের সাহায্যে পাকিস্তান নজর রাখবে ভারতের উপর। 

বিডি প্রতিদিন/ ১৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর