১৭ জুলাই, ২০১৮ ১৩:০০

জাপানে তীব্র তাপদাহে ১৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

জাপানে তীব্র তাপদাহে ১৪ জনের প্রাণহানি

জাপানে তীব্র তাপদাহে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া তাপজনিত বিভিন্ন পরিস্থিতির কারণে বহুসংখ্যক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তীব্র তাপদাহের কারণে দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার দেশটিতে জাতীয় ছুটির দিনে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে। জাপানে ৩৫ ডিগ্রি বা তার ওপরের তাপমাত্রাকে ‘তীব্র তাপদিন’ হিসেবে বিবেচনা করা হয়।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর