১৭ জুলাই, ২০১৮ ১৪:৫১

উত্তপ্ত চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, মার্কিন মহড়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগ

অনলাইন ডেস্ক

উত্তপ্ত চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, মার্কিন মহড়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগ

ফাইল ছবি

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে চীনের একটি সামরিক গোয়েন্দা জাহাজ হাওয়াই উপকূলে চলমান মার্কিন মহড়ার বিষয়ে গুপ্তচরবৃত্তি করছে বলে দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

এ ব্যাপারে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র চার্লস ব্রাউন এক বিবৃতিতে বলেছে, প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌযানগুলো চীনের একটি যুদ্ধজাহাজের সন্ধান পেয়েছে। ওই যুদ্ধজাহাজ থেকে মার্কিন মহড়ার ওপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে। মার্কিন নৌযানগুলো চীনের এই যুদ্ধজাহাজের ওপর নজর রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, হাওয়াই উপকূলে চলমান ওই সামরিক মহড়ায় চীনা নৌযানগুলোর অংশগ্রহণের কথা থাকলেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ওই সুযোগ দেয়নি।

বিডি প্রতিদিন/ ১৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর