১৮ জুলাই, ২০১৮ ১৪:৫০

নওয়াজের সঙ্গে দেখা করতে না পেরে সিনেটর ও আইনজীবীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

নওয়াজের সঙ্গে দেখা করতে না পেরে সিনেটর ও আইনজীবীদের বিক্ষোভ

পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মারিয়াম নওয়াজের সঙ্গে দলের সিনেটর, কর্মী এবং আইনজীবীদের দেখা করতে দেয়া হয়নি। এর প্রতিবাদে তারা কারাগারের বাইরে কারা পরিদর্শকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

জানা গেছে, নওয়াজ শরীফের সঙ্গে দেখা করার জন্য মুসলিম লীগ-এন'র সিনেটর নুজহাত সাদিক আদিয়ালা কারাগারে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে জানায় যে, আইন অনুযায়ী শুধুমাত্র তিনি বৃহস্পতিবার নওয়াজ শরিফ ও তার মেয়ে মারিয়াম নওয়াজের সঙ্গে দেখা করতে পারবেন। পরে সিনেটর নুজহাত তার দলের নেতাকে না দেখেই চলে যান।

এরপর খায়বার-পাখতুনখোয়া থেকে মুসলিম লীগ -এন'র নারী নেত্রী ও কর্মীরা কারাগারে নওয়াজকে দেখতে যান। তাদের সঙ্গেও দেখা করতে দেয়া হয়নি নওয়াজকে। এর প্রতিবাদে তারা কারাগারের বাইরে বিক্ষোভ করেন।  

একইভাবে রাওয়ালপিন্ডি থেকে নওয়াজ শরীফের দলের সমর্থক বহুসংখ্যক আইনজীবী কারাগারে তাকে দেখতে যান। কিন্তু তাদেরকেও দেখা করতে দেয়া হয়নি। নওয়াজের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে তারাও সেখানে বিক্ষোভ করেন।

বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর