১৯ জুলাই, ২০১৮ ০০:০৭

আবারও ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক

আবারও ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ফাইল ছবি

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এবার হিমাচলের কাঙরা জেলায় বুধবার দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছেন।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি।

যুদ্ধবিমানটি পাঠানকোট থেকে পাঞ্জাব যাচ্ছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে বলে জানা গেছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ এখনো বিমানের পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুপুর ১টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, এই মিগ–২১ যদ্ধবিমানটি পুরনো ছিল। আগুনের ফুলকিসহ মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি।

উল্লেখ্য, গত জুন মাসে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ফাইটার বোম্বার গুজরাটে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানটির পাইলট এক সিনিয়র এয়ার কমোডোর নিহত হন।

বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর